বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহেদুল ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার ( ৬ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালখালী উপজেলার চরখিজিরপুরএ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেদুল ইসলাম চরখিজিরপুর এলাকার
মোবারক আলীর বাড়ি (প্রকাশ মইজ্জর বাড়ি) আবুল মিয়ার ছেলে। শাহেদুল সে এই বছরে চরখিজিরপুর রফিকুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহেদুল বাড়ির পাশের বিল থেকে মহিষ আনতে গেলে জমির ওপর স্থাপিত বৈদ্যুতিক খুঁটির টানা তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।পরে তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, বিকেল ৪টার দিকে শাহেদুল ইসলাম নামের একজনকে মৃত অবস্থায় স্বজনরা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিলেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, নিহতের স্বজনরা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে দাবি করলেও পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ তা অস্বীকার করছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন