চট্টগ্রামের রাউজানে একটি সড়কের আরসিসি ঢালাই কাজের সময় ব্যবহৃত লোহার রড বিদ্যুৎ তারে লেগে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক। শুক্রবার দুপুরে উপজেলার উরকিরচর ইউনিয়নের এন্ডারসন সড়কের কেরানীহাটের উত্তর পার্শ্বে এই ঘটনা ঘটে।
ঢালাই কাজে নিয়োজিত মাঝি বগুড়া জেলার বাসিন্দা সাইদুল ইসলাম জানিয়েছেন আট দশজন শ্রমিক ওই সময় কাজে ছিলেন। রাস্তায় ঢালাই দিতে শ্রমিকরা মাটির উপর লোহা বিছানোর কাজে ছিল। এসময় শহীদুল(৩৫)ও সৌরভ(২৮) একটি লম্বা লোহা উপড় দিক থেকে ঘুরিয়ে আনতে গিয়ে পাশে থাকা বিদ্যুৎ তারের উপর গিয়ে পড়ে। এসময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। অন্যান্য শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষার পর শহীদুলকে মৃত ঘোষনা করেন। আহত সৌরভকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ঘটনা তিনি শুনেননি। এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি। খোঁজ নিয়ে তিনি জানাবেন।