চট্টগ্রামে গাছের ডালে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকার শহীদ লেনে গাছের ডালে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার কালীবাড়ী মন্দির এলাকায় আমড়া গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া যুবক অভিজিৎ সেন (৩১) হাটহাজারীর উত্তর মাদারশাহ্’র ডা. চন্দন সেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, ঘরের পাশে আমড়া গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় অভিজিৎ। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।