বনের জায়গা দখল করে ঘর নির্মাণ, ইউপি সদস্য কারাগারে

চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন করের হাট রেঞ্জের হেঁয়াকো বনবিট এলাকায় বন বিভাগের জমি দখল করে ঘর নির্মাণের দায়ে এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। বনের জায়গা জবরদখলকারী এই ইউপি সদস্যের নাম মহিউদ্দিন প্রকাশ মহিউদ্দিন মেম্বার।

বুধবার চট্টগ্রাম বন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট ফারদিন মোস্তাকিম তাসিন এই আসামীর জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

চট্টগ্রাম বন আদালতের পরিচালক ফরেস্ট রেঞ্জার আব্দুল মালেক জানান, ইউপি সদস্য মহিউদ্দিন করের হাট রেঞ্জের হেঁয়াকো বিটের আওতাধীন করের হাট -রামগড় সড়ক সংলগ্ন এলাকায় সংরক্ষিত বনের বিশাল জায়গা দখল করে ঘর নির্মাণ করেন। ঘটনাটি বন বিভাগ অবহিত হয়ে বনের জায়গা থেকে অবৈধ বসতি উচ্ছেদের পাশাপাশি জবরদখলকারী ইউপি সদস্যের বিরুদ্ধে হেঁয়াকো বিট কর্মকর্তা মনিরুল করিম বাদি হয়ে মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন মহিউদ্দিন মেম্বার। আদালত শূনানী শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে আসামীকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

আরও পড়ুন