স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের স্মরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৫আগস্ট) বিকালে উপজেলার পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় হলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, বিশেষ অতিথি’র বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কালাম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস তালুকদার।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক কাজী মামুনুল ইসলাম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়শ্রী মল্লিক, যুবলীগের সভাপতি আবুল হাশেম, সেচ্ছাসেবকলীগের সভাপতি মুহাম্মদ তৈয়ব, তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোবারক আলী, যুবলীগ নেতা মনছুর আলী, আলমগীর, সালাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমাম হোসেন ইমন, সাবেক ছাত্রলীগ নেতা আবু হানিফ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ ফারুক, পারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন নিজাম, ছাত্রলীগ নেতা রাসেল, ইমরান, ফয়সাল, তাজেল, রাজিব, ইব্রাহিম প্রমুখ।