বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে আশফিয়া জান্নাত নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল নয়টার সময় উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম-চাম্বল মুন্সিখীল পূর্বপাড়া এলাকায় তার নানুর বাড়ির পাশের পুকুরেই ডুবে মারা যায় ওই শিশু।
মারা যাওয়া শিশু আশফিয়া একই ইউনিয়নের পূর্ব-চাম্বল ৬ নম্বর ওয়ার্ড সোনারখীল এলাকার মোহাম্মদ আলম এর সন্তান। সে গত কয়েকদিন আগে মায়ের সাথে নানুর বাড়িতে বেড়াতে আসে।
নিহতের বড় মামা মোঃ আব্দুল আজিজ বলেন, সকাল নয়টায় সবার অগোচরে আমাদের বাড়ির পাশের পুকুরে ডুবে যায় আশফিয়া। খোঁজাখুজি করে সকাল ৯টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাই। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।