“শেখ হাসিনার দিনবদলে, সমাজসেবা এগিয়ে চলে” এই শ্লোগানে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহায়তায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শুক্রবার (১ জুলাই) উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।
উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, হাশিমপুর ইউ.পি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় রোগে আক্রান্ত ২১জন রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা হারে মোট ১০ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।