উখিয়ার ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে মাদক ব্যবসার নগদ ৮ লাখ টাকা ও ৩ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাতে উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ ওয়ার্ড-৯, রোহিঙ্গা ক্যাম্প-০৭,ব্লক ডি/১ এর আসামীর বসত ঘরে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ বেগমকে গ্রেফতার করে।
আটক রোহিঙ্গা নারী হলেন,৭ নং ক্যাম্পের ১/ডি-ব্লকের মৃত সুলতানের মেয়ে বেগম(৪২)।
১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ ওয়ার্ড নং-০৯ রোহিঙ্গা ক্যাম্প-০৭ এর ব্লক ডি/১ এ বেগমের বসত ঘরে অভিযান চালিয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি করে বসত ঘরে অবস্থিত টাংকের ভিতর থেকে ১৫ টি বায়ু রোধক নীল রঙের পলি প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৮ লক্ষ নগদ টাকা উদ্ধার পূর্বক জব্দমূলে জব্দ করেন।
উল্লেখ্য যে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ নং আসামী বেগমের ছোট ভাই ইলিয়াস (২২)কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।