দোহাজারী মাষ্টারঘোনায় সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার মাষ্টার ঘোনা এলাকায় সাত শতক জমির ওপর ‘হযরত ইমামুল আম্বিয়া (দ.) ছিদ্দিকিয়া ফারুকিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা’ নামে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চালু হতে যাচ্ছে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকালে এ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রস্তাবিত মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফের পীর সাহেব আল্লামা কাজী সৈয়দ আবদুশ শাকুর রায়হান আজিজি নকশবন্দী মোজাদ্দেদী (মা.জি.আ.)।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও রসূলাবাদ ইসলামীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আহমদ রেজা নকশবন্দী মোজাদ্দেদীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- মাওলানা সিরাজ উদ্দীন আল কাদেরি, মাওলানা ফয়জুল্লাহ আল কাদেরি, মাওলানা মোকাম্মেল হক আল কাদেরি, প্রধান শিক্ষক আইয়ুব আলী মাষ্টার, সমাজসেবক আনোয়ার হোসেন, আব্দুল মাজেদ সওদাগর, হাছান আলী ফকির, মাওলানা ইমরান হোছাইন ফারুকী, মাওলানা লোকমান হোছাইন, মাওলানা শাহাদাত হোছাইন, নাজিম উদ্দীন মাষ্টার, শফিকুল ইসলাম শফিক, সাইফুদ্দিন, তৌহিদুল ইসলাম, ফারুক, আবুল কালাম, মোরশেদ, আব্বাস উদ্দিন, মইন উদ্দিন, মামুন, ফজলুল কাদের, কবির বাবুর্চি প্রমূখ।

আরও পড়ুন