পটিয়া প্রতিনিধি :: নানা ঝামেলা, জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক চৌধুরী। দায়িত্বভার গ্রহণকালে তার সহযোগী দুই প্যানেল চেয়ারম্যান তসলিাম নুর, মো: নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
বুধবার (২৯ জুন) সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, পরিষদে সকাল থেকে নারী পুরুষদের উপচে পড়া ভিড়। দীর্ঘ দুই মাস চেয়ারম্যান না থাকায় চেয়ারম্যান সার্টিফিকেট, ওয়ারিশ সনদ, জন্মসনদ, ভোটার তালিকা হাল নাগাদ ছাড়াও পরিষদের দৈনন্দিন স্বাভাবিক কাজ বন্ধ ছিলো। আজ থেকে কার্যক্রম শুরু হওয়ায় সকলের মাঝে খুশির জোয়ার পরিলক্ষিত হয়েছে।
দায়িত্ব গ্রহণ বিষয়ে সিটিজি সংবাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আব্দুর রজ্জক চৌধুরী বলেন, সরকার আমাকে দায়িত্ব অর্পন করেছেন। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী এবং মাননীয় হুইপ সামশুল হক চৌধুরির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি যতদিন দায়িত্বে থাকব, জনগণকে সাথে নিয়ে এই ইউনিয়নের উন্নয়ন ও সেবামুলক কাজ করে যাবো। আমি সকলের সহযোগীতা কামনা করছি।