দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯০ প্রার্থী

২০১৭ সালের ১১ মে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা প্রতিষ্ঠার ছয় বছর পর গত ৩১ মে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

প্রথম বারের নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে তিন জনসহ মোট ৯০ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (১৮ জুন) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো। সোমবার (১৯ জুন) মনোনয়নপত্র যাচাই-বাছাই, রবিবার (২৫ জুন) প্রার্থীতা প্রত্যাহার ও সোমবার (২৬ জুন) প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মিনহাজুল ইসলাম জানান, দোহাজারী পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মেয়র পদে তিন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬৯ জন ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে প্রার্থীরা হলেন- সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান মরহুম আবুল কাশেম লেদুর পুত্র, চন্দনাইশ উপজেলা যুবলীগ সদস্য মোহাম্মদ লোকমান হাকিম (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জয়নুল আলম (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ।

এছাড়া সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর আসনে নয় জন, ২ নম্বর আসনে চার জন, ৩ নম্বর আসনে পাঁচ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে ছয় জন, ২ নম্বর ওয়ার্ডে নয় জন, ৩ নম্বর ওয়ার্ডে আট জন, ৪ নম্বর ওয়ার্ডে আট জন, ৫ নম্বর ওয়ার্ডে ছয় জন, ৬ নম্বর ওয়ার্ডে চার জন, ৭ নম্বর ওয়ার্ডে সাত জন, ৮ নম্বর ওয়ার্ডে বারো জন, ৯ নম্বর ওয়ার্ডে নয় জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ৩৩ হাজার ৫৮৬ জন। তন্মধ্যে নারী ভোটার ১৫ হাজার ৮৫৬ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৭৩০ জন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৯ জানুয়ারি জাতীয় প্রশাসনিক সংস্কার কমিটির (নিকার) সভায় অনুমোদন দিয়ে দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করে সরকারি গেজেট বা পরিপত্র জারি করা হয়। একই বছর ১১ মে মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ থেকে পরিপত্র জারির মাধ্যমে পৌরসভা বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

২০১৭ সাল থেকে পদাধিকার বলে দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। পৌরসভা ঘোষণার প্রায় ছয় বছর পর এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ জুলাই।

আরও পড়ুন