কর্ণফুলীতে চরলক্ষ্যা প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষার গুণগতমান বৃদ্ধি, পুনরাবৃত্তি ও ঝরেপড়া রোধ করার লক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল দশটায় কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী। এসময় মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষে বক্তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান সোলায়মান তালুকদার শিক্ষার্থীদের মায়েদের উদ্দেশ্য বলেন, ‘আপনারা যে অবস্থায় থাকুন না কেন বাচ্চাদের সবসময় যত্ন নিতে হবে। তাদের পড়াশোনার বিষয়ে খবর রাখতে হবে। শ্রেণি কার্যক্রমে শিক্ষার্থীরা কেমন করছে সে বিষয়ে আপনারা সবসময় শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবেন।’

প্রধান অতিথির বক্তব্যে ফারুক চৌধুরী বলেন, ‘একজন শিশুর সুনাগরিক হিসেবে গড়ে উঠতে একজন মায়ের ভূমিকা অনস্বীকার্য। মায়েরা যত্নশীল হলেই সন্তানরা সুমানুষ হিসেবে গড়ে উঠে।’

সরকারের সুদূরপ্রসারী শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের সুযোগ সুবিধার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমানে প্রাথমিকের ৯০ থেকে ৯৫ শতাংশ শিক্ষার্থী উপবৃত্তির আওয়াত রয়েছে। এর ফলে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের শিক্ষা লাভের সুযোগ হয়েছে। তাছাড়াও সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কারনে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারে।’

বিদ্যালয় সহকারী শিক্ষক আবুল হাশেম এবং নন্দা ঘোষের যৌথ সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দা আমাতুল্লাহ আরজু, সহকারী শিক্ষা কর্মকর্তা দ্বিজেন ধর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য . ইসমাইল এবং বাসু কুমার।সভায় অভিভাবকরাও তাদের মতামত তুলে ধরেন।