রিলের উপরে বিশেষ নজর দিয়েছে মেটা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারানা টুইটারে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে দেখা যায়, ইন্সটাগ্রামে একটি পরীক্ষামূলক ফিচার যেখানে সব ভিডিও রিলে রূপান্তরিত হয়ে যাচ্ছে।
ছবি শেয়ার করার জনপ্রিয় অ্যাপ ইন্সটাগ্রামে দীর্ঘ ভিডিও চালু হয়েছে ২০১৮ সালের জুন মাসে। প্রায় চার বছর পর টিকটকের স্টাইলে সংক্ষিপ্ত আকারের এই ভিডিও ফরম্যাট চালু হতে যাচ্ছে অ্যাপটিতে।
বলা হচ্ছে, ব্যবহারকারীর অ্যাকাউন্ট যদি পাবলিক হয় তাহলে যে কেউ তার ভিডিও ডিসকভার করতে পারবে এবং তা রিল হিসেবে শেয়ার করতে পারবে। আর প্রাইভেট অ্যাকাউন্টে শুধু বন্ধুরাই তার ভিডিও দেখতে পারবেন। তবে এখানে অন্যরা ব্যবহারকারীর রিলকে রিমিক্স করতে পারবেন এবং তা ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারকারীর ব্যক্তিগত ভিডিওকে রক্ষা করতে চাইলে সেটিংস থেকে রিমিক্স অপশনটি বন্ধ করে দিতে হবে অথবা প্রতিটি ভিডিও’র ক্ষেত্রে এটি ডিজেবল করে দিতে হবে বলে জানিয়েছে এনগেজেট।
এ বিষয়ে টেকক্র্যাঞ্চ জানায়, টিকটকের স্টাইলে এই রিল ভিডিওটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয় প্লাটফর্মেই বেশ জনপ্রিয় হয়েছে। আর ২০২১ সালের জুকারবার্গের চতুর্থ ত্রৈমাসিক রিপোর্টে দেখা যায়, রিল একটি দ্রুত অগ্রগতিশীল কনটেন্ট। মেটার চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স বলেন, মেটার খুব দুঃসময়ে একটি একটি আশার বাণী।
সংবাদমাধ্যমটি জানায়, সংক্ষিপ্ত ফর্মের এই ভিডিওগুলোর ভিউ টাইম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। ফেসবুক থেকেই এর অগ্রগতি হয়েছে ৮০ শতাংশ। ফলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম খুব দ্রুত এর হোমপেজে নতুন করে ডিজাইন শুরু করেছে।