নিষেধাজ্ঞার খড়গ থেকে মুক্ত হলো ভারত
বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা ভারতকে সাসপেন্ড করেছিল গত ১৫ আগস্ট রাতে। অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিফা।
ফিফার সব নির্দেশনা মেনে ভারত তাদের ফেডারেশনের নির্বাচনী প্রক্রিয়া শুরু করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করেছিল ফিফায়। অবশেষে শুক্রবার (২৬ আগস্ট) রাতে ফিফা ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।
যার ফলে ভারত এখন আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবে। দেশটির ক্লাবগুলো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে। এমনকি দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলীয় সকল কার্যক্রমেও অংশ নিতে পারবে।
ফিফার নিষেধাজ্ঞায় পড়াতে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য ফিফা বয়স ভিত্তিক নারী বিশ্বকাপের আয়োজন নিয়ে ভারত যে অনিশ্চয়তায় পড়েছিল সেটাও দূর হলো।