চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবলের ফাইনাল শনিবার

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ সিজিএস কলোনীতে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার (৪ জানুয়ারী) বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। ফাইনালে প্রতিদ্বন্ধিতা করবে বি ফ্রেশ সুইটস এন্ড ব্রেকার্স বনাম অনির্বাণ সিজিএস একাদশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাফ ফুটবল জয়ী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানর উত্তর বিএনপি আহŸায়ক আমিনুল হক।

১২ টিমের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ এ টুর্নামেন্টে বুধবার ফ্লাড লাইটে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্ধীতাপূর্ণ প্রথম ম্যাচে টিম “ঢুক” বনাম বি-ফ্রেশ সুইটস এন্ড ব্রেকারস মাদার্শা, হাটহাজারী অংশগ্রহণ করে। এতে বি-ফ্রেশ সুইটস এন্ড ব্রেকারস মাদার্শা, হাটহাজারী ১-০ গোলে টিম “ঢুক” দলকে পরাজিত করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বি-ফ্রেশ সুইটস এন্ড ব্রেকারস মাদার্শা, হাটহাজারীর গোলকিপার সুমন। সেরা খেলোয়াড়ের ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় সাইফুল ইসলাম চমন।

দ্বিতীয় ম্যাচে অনির্বাণ সিজিএস একাদশ ও চট্টগ্রাম কর কর্মচারী কল্যাণ সংসদ অংশ গ্রহণ করে। উক্ত খেলায় অনির্বান সিজিএস একাদশ ৩-২ গোলে চট্টগ্রাম কর কর্মচারী কল্যাণ সংসদকে পরাজিত করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নাইজেরিয়ান খেলোয়াড় বাকুলা। সেরা খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম মোহামেডান বøুজ এর কৃতি ফুটবলার ইব্রাহীম হোসেন চৌধুরী লাভলু এবং সাবেক কৃতি ফুটবলার মাশরুর আহমেদ মিঠু।

ফাইনাল ম্যাচের আগে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করবেন সংগীত শিল্পী মিলা।

আরও পড়ুন