চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ১৩০টি প্রতিষ্ঠানের ১৬ হাজার ৮০০ জন শিক্ষার্থীর হাতে ইংরেজি নববর্ষের প্রথম দিন উৎসবের আমেজে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ‘উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেনির ৩৩৬ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- কাঞ্চনাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনিছুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছ, জীবন কানাই সরকার, তপন কুমার পোদ্দার, প্রধান শিক্ষক রহিমা আকতার, শিক্ষক যথাক্রমেঃ- মুনমুন আকতার ফেরদৌস, মাছরুরা বেগম, মৌসুমী দাশ, মো. সোলাইমান, পাপিয়া সুলতানা, কাজী শফিউন নেছা, কাবেরি দাশ সহ অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।