চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানান কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্রাফ উল্লাহ’র পরিচালনায় ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) উদযাপিত হয়।

এ উপলক্ষে জাসাস চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে জাসাস উত্তর জেলার ব্যানারে নগরীর বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণ, প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার,ফেস্টুন প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে নগরীর মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে বিপ্লবস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূরুল আমিন চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর, যুগ্ম আহবায়ক কাজী সালাহ উদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সহ-সভাপতি আইয়ুব খান চৌধুরী, জাসাস সহ-সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ নাসিম, সহ-সভাপতি মোহাম্মদ জসিম,জেলা বিএনপি সদস্য আজমত আলী বাহাদুর, নিজাম উদ্দিন নিহাদ, মো. খোরশেদ আলম, মোহাম্মদ শাহজাহান, হেলাল খান, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম সুমন, আবু দাউদ, জায়েদুল আলম ও ডা. নাছির প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের কোনো রকমের মূল্যবোধ নেই। আওয়ামী লীগ তো গণতন্ত্রই বিশ্বাসই করে না। আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে যায় না, কখনোই যায় না। ওদের যে রসায়ন তার মধ্যে গণতন্ত্র হয় না। ওদের ভাবটাই হচ্ছে যে, আমি ছাড়া আর কেউ নেই। আমি একমাত্র দেশকে নিয়ন্ত্রণ করবো, আমি দেশ চালাবো, আমি সব কিছু। সেজন্য এই অবস্থা থেকে মুক্ত হতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, পারস্পরিক সমস্যাগুলোকে দূর করতে হবে। আগামী দিনের আন্দোলনকে বেগবান করার জন্য এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। পরিশেষে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইব মোরা গণতন্ত্রের গান দুঃশাসনের হবেই অবসান এই মন্ত্রে উজ্জীবিত হই।

আরও পড়ুন