জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু পরিষদ সন্দ্বীপ শাখার শ্রদ্ধাঞ্জলি

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধু পরিষদ সন্দ্বীপ শাখার আয়োজনে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি- দাউদ খালেদ চৌধুরী কাউজার, আক্তার হোসেন সাহাব, সাধারণ সম্পাদক মো: সুজাউদ্দৌলা সুজন , কাজী ফরহাদ আব্বাস, আনোয়ার হোসেন মিলন, আকতার জামান শাহীন, রিদওয়ানুল বারী পাখী , মোনায়েম খান পান্না, শেখ ফরিদ, আলতাফ হোসেন, রিদোয়ান চৌধুরী,  শাহাদাত বিল্লাহ খাঁন মহসিন, ফেরদৌস তালুকদার প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, তাঁর সমসাময়িক বিশ্ব নেতাদেরও নেতা ছিলেন। বাংলাদেশকে স্বাধীন করে সমৃদ্ধ স্বদেশ গঠনে স্বপ্ন দেখছিলেন বলেই দেশবিরোধী গোষ্ঠী তাকে সপরিবারে খুন করেছে। তারা বাংলাদেশের অস্থিত্ব স্বীকার করে না বলেই বঙ্গবন্ধুকে খুন করে বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চেয়েছিলো। কিন্তু এদেশের মুক্তিকামী জনতা তাদের সে স্বপ্ন সফল হতে দেয়নি।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আজ বিশ্বদরবারে অনুকরণীয় রাষ্ট হিসেবে পরিগণিত হয়েছে। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলেই বাংলাদেশের নতুন পরিচয় লাভ করেছে।

আরও পড়ুন