দেশব্যাপী প্রথম দফায় তিনদিনের অবরোধ শেষে এখন চলছে দ্বিতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন। রবিবার-সোমবার দুই দিনের অবরোধে রবিবার (৫ নভেম্বর) ভোর ৪টা থেকে সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত অবরোধের ৩০ ঘণ্টায় ১৮টি পরিবহণে আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এর মধ্যে ঢাকা সিটিতে ১০টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) ৪টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) ৪টি ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি, ১টি লেগুনা পুড়ে যায়।
এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩৬টি ইউনিট ও ২১৬ জন জনবল কাজ করে।
আগুন দেয়ার বিস্তারিত তথ্য ঃ
রবিবার (৫ নভেম্বর)ঃ
৪.০০- সাদ্দামমার্কেট, মাতুয়াইল, ডেমরা, ঢাকা, বাসে আগুন
৪.০০- জুরাইন বালুর মাঠ,শ্যামপুর, ঢাকা, তুরাগ বাসে আগুন
৫.১৭- মিরপুর ৬, ঢাকা, বাসে আগুন
৬.২৪- ভোগরা, গাজীপুর, বাসে আগুন।
১১.৫০-জিরোমাইল, খাগড়াছড়ি সদর, ১টি মিনি ট্রাকে আগুন
১৫.৪২- বাংলা কলেজের সামনে মিরপুর, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস (চৈতালি)।
১৮.৩০ বাংলামোটর মোড়, বাসে আগুন
১৮.৫৮- মিরপুর ১২, পল্লবী, শিকড় পরিবহন বাসে আগুন
২২.১৫ নীলক্ষেত মোড় নিউমার্কেট প্রাইভেট কারে আগুন
২২.২৫- বায়েজিদ চট্টগ্রাম, টাউন সার্ভিস পরিবহন বাসে আগুন
২৩.৩০- হাজারীবাগ, সেন্ট্রাল লাইন ট্রান্সপোর্ট বাসে আগুন
সোমবার (৬ নভেম্বর)ঃ
১২.৩৬-জুরাইন পোস্তাগোলা, বাংলাদেশ বিমান স্টাফ বাসে আগুন
১.২৭-মুগদা সিএনজি পাম্পের সামনে, ১টি লেগুনা আগুন
২.১১- গাজীপুর, কদমতলী,বিআইডিসি রোড, বাসে আগুন
৫.০৫- চৌমুহনী আনোয়ারা, চট্টগ্রাম, বাসে আগুন
৫.১৮-সফিপুর ওভার ব্রিজের নিচে কালিয়াকৈর পরিবহন বাসে আগুন
৫.৪৫-পটিয়া পৌরসভার, চট্টগ্রাম সিএনজিতে আগুন।
৫.৪৮- খোকা কমিউনিটি সেন্টার, বাংলাদেশ ব্যাংকের পাশে ট্রাকে আগুন