হরতালে চট্টগ্রামে বিএনপির মিছিল, গ্রেফতার ৩

একদলীয় প্রহসনের ভাগ বাটোয়ারার নির্বাচন বর্জন করে দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথমদিন চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় মিছিল মিটিং পিকেটিং করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৬ জানুয়ারী) দিনভর চলা এসব মিছিল পিকেটিং থেকে ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ডামি নির্বাচন বর্জন ও অবৈধ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবীতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতালের ১ম দিন শনিবার (৬ জানুয়ারী) নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার রাতে পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত হোসেন ও থানা যুবদল নেতা সাইফুল ইসলাম রনিকে গ্রেফতার করেছে আকবর শাহ থানা পুলিশ।

হরতালের সমর্থনে শুক্রবার রাতে মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সদস্য সাইদুল হক শিকদার, বায়েজিদ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু ও পাঁচলাইশ ওয়ার্ড যুবদল আহবায়ক মোহাম্মদ হাসানের নেতৃত্বে নগরীর অক্সিজেন কুয়াইশ সড়কে মশাল মিছিল, মহানগর যুবদলের কৃষি সম্পাদক নুরুল আমিন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নওশাদ আল জাসেদুর রহমান ও চান্দগাঁও থানা ছাত্রদলের সভাপতি আবদুর রহমান আলফাজের নেতৃত্বে আরাকান সড়কের মৌলভী পুকুর পাড় এলাকায় মশাল মিছিল, শনিবার সকালে কোতোয়ালী থানা যুবদলের আহবায়ক নুর হোসেন নুরুর নেতৃত্বে ফিরিঙ্গীবাজার সংযোগ সড়কে বিক্ষোভ মিছিল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মিছিল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে চট্টেশ্বরী সড়কে বিক্ষোভ মিছিল, চাঁন্দগাও থানা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রুবেলের নেতৃত্বে বাহির সিগনাল এলাকায় ও হালিশহর থানা ছাত্রদলের সদস্য সচিব সামিউল কবির সিয়ামের নেতৃত্বে হালিশহর এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।

আরও পড়ুন