ট্রেনে নিরাপদ ভ্রমণে পুলিশের সভা

ট্রেনে নিরাপদ ভ্রমণের বিষয়ে যাত্রীদের সতর্ক করতে জনসচেতনতামূলক সভা করেছে পুলিশ। বিটি পুলিশিং সভায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনের ছাদে, বাম্পারে ও ইঞ্জিনে আরোহন করা থেকে যাত্রীদের বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়া বিনা টিকেটে ট্রেনে ভ্রমন না করতে, ট্রেন স্টেশনে সম্পূর্ণ থামার পর সতর্কতার সাথে উঠা/নামা করতে, নিজ নিজ ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে ও টিকেট কালোবাজারিদের হতে টিকেট ক্রয় না করতে অবহিত করা হয়েছে।

পাশাপাশি নিজের আশেপাশে ব্যক্তির গতিবিধি লক্ষ্য রাখতে, সন্দেহজনক মনে হলে বা অবৈধ মালামাল বহন করিলে রেলওয়ে পুলিশকে অবহিত করতে, টিকেট কালোবাজারিদের ধরিয়ে দিতে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারিকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করতে, দুষ্কৃতিকারী কর্তৃক নিক্ষিপ্ত পাথরের আঘাত হতে নিজেকে রক্ষার জন্য ট্রেনের জানালা বন্ধ রাখতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।

গতকাল ২৭ জুন, সোমবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ০২নং প্লাটফর্মে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে এ সভায় অনুষ্ঠিত হয়। সভা শেষে যাত্রীদের নিকট মাস্ক বিতরণ করা হয়।

অপরদিকে, লাকসাম রেলওয়ে স্টেশনে একই জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।