চট্টগ্রামে নতুন শনাক্ত ৬৬

অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ বলে জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। তবে এদিন কারো মৃত্যু হয়নি।

আজ ২৮ জুন, মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ৪৮৬টি নমুনা পরীক্ষায় ৬৬ জনের নমুনায় করোনার জীবাণু মিলেছে। নতুন আক্রান্ত ৬১ জন নগর এলাকার এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে প্রত্যেককে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। আসন্ন কুরবানির পশুর হাটে জনসংগম এড়িয়ে সামাজিক দূরত্ববোধ বজায় রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন