আগ্রাবাদে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ গোসাইলডাঙ্গার আজিজ মিয়া মসজিদ এলাকায় আগুন লেগে দুই দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২২ জানুয়ারী) বিকাল ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আজিজ মিয়ার মসজিদের একটু পূর্বে আব্দুল ওয়াদুদের ফার্নিচারের দোকান এবং সেলিমের স্ক্রাপ মালামালের দোকানে এ আগুন লাগে। দুপুরের পর দোকান বন্ধ করে তারা নিজ নিজ বাসায় ছিলেন। হঠাৎ ৪টার সময় আগুন জ¦লতে দেখে আশেপাশের লোকজন তাদেরকে খবর দেয়। দ্রæত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে জানান স্থানীয়রা। প্রথমে বন্দর ফায়ার সার্ভিসের ৩টি গাড়ী এসে আগুন নিভানোর কাজ শুরু করে। পরে তাদের সাথে যোগ দেয় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ২টি গাড়ী। ৫টি গাড়ী প্রায় ৪০মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সরু গলি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী প্রবেশ করতে না পারায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে।
ক্ষতিগ্রস্থ ফার্নিচার দোকানদার আবদুল ওয়াদুদ বলেন, তার দোকানে সবমিলিয়ে প্রায় ১০লক্ষ টাকার মতো ক্ষতি সাধিত হয়েছে। অনেক অর্ডারের মাল তৈরী করা ছিলো বলে তিনি জানান। দোকান বন্ধ করে বাসায় ছিলেন এবং খবর পেয়ে ছুটে এসে দেখেন সব পুড়ে গেছেন বলে তিনি জানিয়েছেন।
অপর ক্ষতিগ্রস্থ ভাঙারী দোকানদার সেলিম বলেন, তার দোকানে বই খাতা, কাগজ, প্লাস্টিকসহ নানা ক্রাপ মিলিয়ে প্রায় ৫/৬ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তিনি এসময় তার আরেকটি দোকানে কাজ করছিলেন। এলাকাবাসী আগুন লাগার খবর দিলে তিনি এসে দেখেন তার দোকান জ¦লছে।
ঘটনাস্থলে থাকা আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, আগুন লাগার উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান এ মুহুর্তে নিরূপন করা যাচ্ছে না। তবে দ্ইু দোকান মিলে আনুমানিক ৮/১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে।