অস্ত্রবাজি গুপ্ত হামলায় শেষ রক্ষা হবে না : মাহবুবের রহমান শামীম

আদর্শ বিবর্জিত ও নৈতিকভাবে পরাজিত এবং জনগণের কাছে ঘৃণিত সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতাকর্মীদের দেহ থেকে যে রক্ত ঝরেছে তার প্রতিটি হিসেব কড়ায়-গন্ডায় বুঝিয়ে দেয়া হবে। জনবিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে সাময়িক ক্ষমতা দখলে রাখা যায় কিন্তু মানুষের হৃদয়ে ভালবাসার জায়গা করে নেয়া যায় না বলে দাবি করেছেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

শনিবার (১৫ অক্টোবর) আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে যাওয়ার প্রাক্কালে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় আহত মোঃ রাজু, মোঃ সজিব, যুবদল নেতা স্বপন, মোঃ প্রিয়, বাপ্পী, মহিউদ্দিন, শাহীন, মুন্না, জুয়েল, সাকিব, তারেক, ইয়াসিন, সুমনকে দেখতে যান মাহবুবের রহমান শামীম। তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

এসময় তিনি আরও বলেন, পথে পথে হামলা, আক্রমণ, বাধা কোনো কিছুই জনজোয়ারকে থামাতে পারেনি। সফল সমাবেশে জনগণ প্রমাণ করেছে তারা এ ফ্যাসিষ্ট সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের প্রতিটি প্রান্তরে নেতা-কর্মীদের হামলার প্রতিটি হিসেবে অক্ষরে অক্ষরে রাখছে বিএনপি। তাদেরকে একদিন আইনের কাঠগড়ায় দাড়াতেই হবে বলে তিনি জোর দাবি করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, সদস্য দিদারুল ইসলাম মাহমুদ, বিএনপির যূগ্ম-মহাসচিব কারাবন্দি আসলাম চৌধূরী’র ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদরুল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোরসালিন, সীতাকুন্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উত্তরজেলা যুবদলের সহ সভাপতি মোঃ ইসমাঈল,সীতাকুন্ড উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম, ছলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আজম, বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা মোঃ সালাউদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আনোয়ার, সাবেক সভাপতি সরোয়ার চৌধূরী, ভাটিয়ারী যুবদল নেতা মোঃ সেলিম মাহম্মুদ, রবিউল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালেকুজ্জামান রাশেদ, মামুন ইদ্রিছ, গিয়াস উদ্দিন, যুবদল নেতা মাহমুদুল হাসান বাদল, মোঃ মঞ্জু, রুবেল প্রমূখ।

হামলাকারীদের তালিকা প্রস্তুত হচ্ছে : আমীর খসরু – CTG SANGBAD24

শ্লোগানে শ্লোগানে উত্তাল পলোগ্রাউন্ডে বিএনপি’র সফল সমাবেশ – CTG SANGBAD24

মিরসরাইয়ে সরকারী দলের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত – CTG SANGBAD24

সমাবেশে যোগ দিন, ইতিহাসের স্বাক্ষী হোন – CTG SANGBAD24

চট্টগ্রামে মহাসমাবেশকে ঘিরে উৎফুল্ল বিএনপি – CTG SANGBAD24

আরও পড়ুন