চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে খসরু

সমাবেশে যোগ দিন, ইতিহাসের স্বাক্ষী হোন

দেশের বৃহত্তম সমাবেশগুলোর একটি হবে পলোগ্রাউন্ডের চট্টগ্রাম বিভাগীয় বিএনপি’র মহাসমাবেশ। এটাকে ইতিহাসের নতুন একটি অধ্যায় হিসেবে চিরস্মরণীয় করতে প্রস্তুত রয়েছে বিএনপি তথা সাধারণ জনগণ। জনবিচ্ছিন্ন গদি টালমাটাল করা সরকারের পেটুয়া বাহিনী পুলিশ তথা তাদের দলীয় গুন্ডাবাহিনী কর্তৃক বিএনপি’র সমাবেশকে বাধাগ্রস্থ করার চেষ্টা করা হলে তার পরিণাম শুভ হবে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাবেশ আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর নাছিমন ভবনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বুধবার (১২ অক্টোবর) বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, গণসমাবেশ নিয়ে আমাদের কোন আতঙ্ক নেই। যদি অন্য কারো আতঙ্ক থাকে তারা তা বলতে পারবে। যাদের মধ্যে আতঙ্ক আছে তারা চেষ্টা করবে এই সভাকে অন্যদিকে ড্রাইভার্ট করার। যারা জনগণকে ভয় পায়, জনসমাবেশকে ভয় পায় তারা অনেক কিছু করবে। প্রশাসন আশ্বস্থ করেছে সমাবেশে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখবে।

তিনি আরও বলেন, গণসমাবেশকে ঘিরে সব বিভাগের জনগণের মধ্যে জাগরণ ওঠেছে, আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত। সবাই যার যার এলাকায় মাঠে আছেন। সবাই কার্যক্রম চালিয়েছেন, এই গণসমাবেশকে সফল করার জন্য। আজ বাংলাদেশ যে অবস্থায় গিয়েছে, সে অবস্থা থেকে মানুষ মুক্তি পেতে চায়। যে গর্ত থেকে বেরিয়ে আসতে মানুষ সংগ্রামে নেমেছে, সেটার প্রতিফলন পলোগ্রাউন্ডের ময়দানে দেখা যাবে। দেশের মানুষ পলোগ্রাউন্ড মাঠের সমাবেশের দিকে তাকিয়ে আছে।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী মাহবুবের রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সমাবেশের দলনেতা মোহাম্মদ শাহাজাহান, মীর মোহাম্মদ নাসির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, সহ-গ্রাম সরকার সম্পাদক বেলাল আহমেদ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, হুম্মাম কাদের চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আফসান ইয়াহিয়া, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ প্রমূখ।

চট্টগ্রামে মহাসমাবেশকে ঘিরে উৎফুল্ল বিএনপি – CTG SANGBAD24

আরও পড়ুন