বাঁশখালীতে পৃথক ঘটনায় পানিতে ডুবে ২সহোদরসহ ৩ শিশু নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক দু’ঘটনায় পুইছড়ি ও গন্ডামারা ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ অক্টোবর) উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম পুঁইছড়ি আরবশাহ ঘোনা এলাকায় বাড়ীর পাশের পুকুরে গোসল করতে গিয়ে ছোট ভাইকে পানিতে তলিয়ে যেতে দেখে তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাইসহ আপন দুই ভাইয়ের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিৎ করেন প্রতিবেশী আব্দুর রহমান। তিনি জানান, ‘দুপুর দেড়টায় গোসল করতে পানিতে নেমে তলীয়ে যায় ছোটভাই মিজানুর রহমান। বিষয়টি নজরে আসে বড়ভাই শাহীনের। পরে মিজানকে বাঁচাতে পানিতে লাফ দিলে সেও তলীয়ে যায়। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় নিহত ছোট ভাইয়ের নাম মিজানুর রহমান (৫) এবং বড় ভাইয়ের নাম মোহাম্মদ শাহীন (৭)। তাদের বাবার নাম মোহাম্মদ সেলিম। তিনি পশ্চিম পুঁইছরি আরবশাহ ঘোনা এলাকার বাসিন্দা। তারা দুজনই স্থানীয় হয়রত আবু বকর (রা.) নূরানী মাদ্রাসার ছাত্র বলে জানা যায়।

এদিন পৃথক ঘটনায় উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় আশকর আলী বাড়িতে সকাল সাড়ে ১০টায় পুকুরের ডুবে মাহমুদুল ইসলাম অালভি (২) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু আলভি খাটখালী বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী আশকর আলী বাড়ির রমিজ উদ্দিনের পূত্র।

নিহত শিশু আলভির পারিবারিক সূত্রে জানা যায়, সবার অগৌচরে বাড়ির সাথে সংযুক্ত লবণ মাঠের অরক্ষিত ছোট পুকুরের পাড়ে পানি নিয়ে খেলার এক পর্যায়ে পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন