সামাজিক সম্প্রীতি চট্টগ্রামের ঐতিহ্য : জেলা প্রশাসক

চট্টগ্রামে সামাজিক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে একটি চক্র নানাবিধ ষড়যন্ত্র করে যাচ্ছে। ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গীবাদের মদদপুষ্ট চক্রটি দেশের উন্নতি ও সমৃদ্ধি চায় না। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার হীন মানসে তাদের চলমান ঘৃণ্য চক্রান্ত রুখে দিয়ে চট্টগ্রামকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য জনপদ হিসেবে গড়ে তোলা হবে বলে দাবি করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নগরের ষোলশহর এলজিইডি মিলনায়তনে সামাজিক সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি।

মমিনুর রহমান বলেন, সামনে দূর্গা পুজা আসছে। পূজা নিয়ে যাতে রাজনীতি করে কেউ ফায়দা লুটতে না পারে সেজন্য প্রশাসন কঠোর অবস্থানে আছে। এখানে অন্যায় কিছু আমরা কখনও হতে দিবো না। চট্টগ্রামে যে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেটি আমরা যেকোনো মূল্যে রক্ষা করবো।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেখা আলম, মহানগর ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধার মোজাফফর আহমদ, চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার সারওয়ার কামাল, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বড়ুয়া, আন্দরকিল্লা শাহি জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ারুল ইসলাম আল আজহারী, পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত, বৌদ্ধ ধর্মীয় ট্রাস্টের ট্রাস্টি মিতুন বড়ুয়া।

আরও পড়ুন