চট্টগ্রাম বন্দর হাসপাতালে ১১৯ কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম বন্দর হাসপাতালে করোনাকালীন সময়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত ১১৯কর্মীকে কোন ঘোষণা দর্শানো ছাড়াই হঠাৎ করে ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে করোনাযোদ্ধাখ্যাত এসব স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বন্দর কর্তৃপক্ষের চাকরি থেকে অব্যাহতি দেয়ার কারণ জানতে চেয়ে তারা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে অংশ নেয়া স্বাস্থ্য কর্মীরা বলেন, ২০২০ সালের করোনাকালীন সময়ে হাসপাতালে ডাক্তার-মেডিকেল এসিট্যান্ট, নার্স, আয়া, ক্লিনার নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবা দিয়ে আসছি। গতকাল থেকে আমাদের অব্যাহতি পত্র দেয়া শুরু করে বন্দর কর্তৃপক্ষ। এতে আমরা হঠাৎ করে পরিবার পরিজন নিয়ে বিপদে পড়ে গেছি।

জানা গেছে, করোনা রোগীদের সেবার উদ্দেশ্যে ২০২০ সালের ১৮ জুন থেকে শুরু করে ২৪ জুন পর্যন্ত ১৫৯ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স,স্প্রে-ম্যান, কুক, মেডিকেল টেকনোলজিস্ট (প্যাথলজি), ওয়ার্ড বয়, আয়া, নমুনা সংগ্রহকারী, সহকারী কুক, মেডিকেল এসিট্যান্ট, মেডিকেল টেকনোলজিস্ট ও পরিচ্ছন্নতাকর্মী রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ বলেন, কোভিড পরিস্থিতিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। করোনা সংক্রমণের হার কমে যাওয়ায় আমরা তাদেরকে অব্যাহতি দিয়েছি। আর ওদের নিয়োগে অস্থায়ী নিয়োগ সেটা বলা ছিল। কাজেই তাদেরকে অব্যাহতি দিয়েছি। আর আমাদের বর্তমান করোনা পরিস্থিতি সামলানোর মত লোকবল রয়েছে।

আরও পড়ুন