চট্টগ্রামে ইয়াবা কারিগর গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে বাসায় বসে ইয়াবা তৈরীর কারিগর মোহাম্মদ ইউছুপ(৩০)কে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ইউছুফ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মুছাগারা গ্রামের শাহেদ আলী বাড়ির খোরশেদ আলমের ছেলে। এসময় তার কাছ ১৬৬৫ পিস ইয়াবা ও ৪ গ্রাম ভাঙা ইয়াবার গুড়া উদ্ধার করা হয়।
বাকলিয়া থানা পুলিশ জানায়, ইউসুফ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কারবারে জড়িত এবং বিভিন্ন গুড়া মিশিয়ে সে নিজে নিজে ইয়াবা তৈরী করতে পারত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।