বাঁশখালী ইকোপার্কে ছিনতাই ও ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে গ্রেপ্তার-২
বাঁশখালী ইকোপার্কে বেড়াতে আসা পর্যটককে ধর্ষণ চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে মো. মহি উদ্দিন (১৯) ও মো. হামিদ উল্লাহ্ প্রকাশ বাদশা (১৮) নামে দু’জককে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী ইকোপার্কে বেড়াতে আসা পুরুষ পর্যটক কে ছুরিকাঘাত করে তার সাথে আসা এক নারী পর্যটককে ধর্ষণের চেষ্টা করে উৎপেতে থাকা ছিনতাইকারীরা। এ সময় তারা চিৎকার দিলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে ছিনতাইকারীদের ধরে এনে পার্কের কর্মকর্তার সহায়তায় তাদেরকে পুলিশে সোপার্দ করে।
পরে বাঁশখালী থানা পুলিশ এসে ছিনতাইকারীদের আটক করে নিয়ে যায়। আটককৃতরা হলেন- উপজেলার শিলকূপ পূর্ব মনকিচর ৮ নম্বর ওয়ার্ড এলাকার গুনু মিয়ার ছেলে মো. মহি উদ্দিন, শিলকূপ মাতব্বর পাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকার শামসুল আলমের পুত্র মো. হামিদ উল্লাহ্ প্রকাশ বাদশা।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পার্কে বেড়াতে আসে শিলকূপ মহল্লা পাড়া (হেটপাড়া) এলাকার সৈয়দ নুর ও সরলের মিনজিরিতলা ভাদালিয়ার ফুলি বেগম (ছদ্ম নাম) নামে দু’জন পর্যটক। এ সময় পুরুষ পর্যটককে ছুরি দ্বারা আঘাত করে, নারী পর্যটককে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীর সক্রিয় সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে ধরে পার্কের একটি কক্ষে আটক করে পুলিশে খবর দেয়।
বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ইকোপার্কের আওতাধিন এলাকার বাইরে গভীর জঙ্গলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে ধরে বাঁশখালী থানা পুলিশে সোপার্দ করি। পুলিশ ছিনতাইকারিদের আটক করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘এসব ছিনতাইকারিরা মূলত ভিন্ন পথে পার্কে প্রবেশ করে। অনৈতিক কাজ করার চেষ্টা করে। আমরা এখন পর্যটকদের নিরাপত্তার জন্য নজরদারি বাড়িয়েছি।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন ছিনতাইকারিদের আটকের বিষয়টি নিশ্চিৎ করে বলেন, ‘বাঁশখালী ইকোপার্কে দর্শনার্থীদের ছিনতাই ও ধর্ষণ চেষ্টার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। তাদের কে পরবর্তী কোর্টে চালান করে দেওয়া হবে বলে জানান তিনি।’
উল্লেখ্য, গত ৩ আগস্ট পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও পেকুয়া মডেল কেজি স্কুলের কয়েকজন শিক্ষার্থী বাঁশখালী ইকোপার্কে বেড়াতে আসলে তাদের ভয়ভীতি দেখিয়ে এক স্কুল ছাত্রীকে বুকে ছুরি ধরে ছিনতাই করার অপরাধে রুবেল দেব প্রকাশ টেইট্টা রুবেল (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনগণ।
বাঁশখালী ইকোপার্কে বেড়াতে আসা পর্যটকদের নানা হয়রানী ও ছিনতাইয়ের অভিযোগ প্রতিনিয়ত। এখানে স্থানীয় কিছু সিন্ডিকেট চুরি-ছিনতাইয়ের কাজ করে পর্যটকদের সম্ভ্রমহানি ও মালামাল ছিনতাই করে নিয়ে যায়। সন্ধ্যা নামলেই নেশাখোরদের আড্ডার জায়গায় পরিণত হয়। পার্কটি এখন ভয় ও আতংকের জায়গায় পরিণত হয়েছে বলে জানান সচেতন মহল। একের পর এক ঘটনায় পর্যটকস্পট টি এখন আতংকের জায়গায় পরিণত হয়েছে।