বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্যাপক আয়োজনে দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম ব্যুরো অফিস। শনিবার (১০ সেপ্টেম্বর) দৈনিক দিনকালের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ছিলো কেক কাটা, সুধি সমাবেশ, ফুল দিয়ে বরণ ও স্মৃতিচারণমূলক আলোচনা। দিনব্যাপী সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, মানবাধিকার, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনস্থল।

দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো চীফ হাসান মুকুলের সভাপতিত্বে ও দৈনিক দিনকাল পরিবারের সদস্য ইদ্রীস আলীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, বিএনপি নেতা এম এ হালিম, এডভোকেট আবদুস ছাত্তার, সৈয়দ আজম উদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, এসএম সাইফুল আলম, এস কে খোদা তোতন, এম নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান ,ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নুরুল আমিন চেয়ারম্যান, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, জসিম উদ্দিন সিকদার, এনামুল হক এনাম,জামাল হোসেন, হারুন জামান, ইকবাল চৌধুরী, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, মোস্তাফিজুর রহমান, শাহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ জাকের হোসেন, এড.আবু তাহের, মইনুল আলম ছোটন, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তি, হিউমান রাইচ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আবদুল আজিজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, কৃষক দল নেতা আলহাজ্ব সৈয়দ সাইফুদ্দিন, বদিউল আলম বদরু, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদিকা ফাতেমা বাদশা, নগর মহিলা দলের সাবেক সভাপতি মনোয়ারা বেগম মনি, সাবেক সাধারণ সম্পাদীকা জেলি চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদীকা গুলজার বেগম,যুবদল নেতা সেলিম উদ্দীন রাসেল, হাফেজ মো. কামাল উদ্দীন, উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবু ইউছুপ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, অর্জুন কুমার নাথ, মারুফুল হক চৌধুরী, শহিদ ইকবাল, আজম খান, চবি ছাত্রদলের সভাপতি কে আলম, নগর যুবদলের সহ দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে একান্ত সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন,¡ নগর যুবদলের সহ-সভাপতি নাসিম উদ্দিন চৌধুরী নাসিম, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল আলম শহিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, যুবদল নেতা মো. সালাউদ্দীন, মো. আলাউদ্দীন, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান,সি.যুগ্ম আহবায়ক আবদুল জলিল, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম শাহিন, মঈনুদ্দীন খান রাজিব, জুলেখা আক্তার জুলি, সৌরভ প্রিয় পাল, এন মো. রিমন, বিপ্লব চৌধুরী বিল্লু,ইমরান হোসেন,আরশে আজিম আরিফ প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জাহিদুল করিম কচি, এমএ হোসেন, ওমর ফারুক, মোহাম্মদ আলী, এস এম পিন্টু, নজরুল ইসলাম, আকতার হোসেন, ইমরান এমি, দৈনিক দিনকাল চট্টগ্রাম পরিবারের সাজ্জাদ হোসেন খান ও ফটোগ্রাফার দীপক চৌধুরী কালু প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্যাতিত ও নিপীড়িত মানুষের কথা নিয়মিত তুলে আনছে দৈনিক দিনকাল। দীর্ঘ ৩৭ বছর গণমানুষকে সাথে নিয়ে চলছে এই পথচলা। আগামীতেও দেশ ও মানুষের কথা বলে যাবে। দেশে যখন সংবাদপত্র শিল্পের করুণ অবস্থা, কণ্ঠরোধ করা হচ্ছে সংবাদপত্রের তখনো গণমানুষের পক্ষে অবস্থান নিয়েছে দিনকাল। দিনকালের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এটাই আমাদের বিশ্বাস।

আরও পড়ুন