জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার পরিচিতি সভা অনুষ্ঠিত
জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির পরিচিতি সভা ১০ সেপ্টেম্বর (শনিবার) বিকাল তিনটায় নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ অহিদুল ইসলাম চৌধুরী শরীফের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্ল্যাহ ইকবাল,
এতে প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন কাদের, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য জহুরুল আলম জহুর, হাটহাজারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান।
সভায় বক্তারা, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, দেশে গনতন্ত্র ফিরিয়ে এনে সুশাসন নিশ্চিতের যে আন্দোলন চলছে তা জোরদার করতে নেতাদের সক্রিয় হতে হবে বলে বক্তারা দাবি করেন।