স্বকীয় স্বাধীনতায় স্বনির্ভর বাংলাদেশের প্রতিচ্ছবি বিএনপি : ডা.শাহাদাত

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চির অম্লান রেখে বিশ্ব দরবারে স্বকীয় ও স্বাতন্ত্র্য রাষ্ট্র পরিচয় সমুজ্জোল করে গড়ে তোলার লক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেছিলেন। আধিপত্যবাদের বলয় থেকে বেরিয়ে নিজের ভৌগলিক সীমারেখায় বসবাসকারী সকল নাগরিকের আত্মপরিচয় নিশ্চিত এবং স্বনির্ভর রাষ্ট্রচিন্তার মহানায়ক জিয়াউর রহমানে দূরদর্শী চিন্তার ফসল বিএনপি আজ এদেশের মাটি ও মানুষের ভালবাসার অনন্য ঠিকানা। জাতীয়তবাদের এ মশাল চির জাগরুক রাখতে সবাইকে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা: শাহাদাত হোসেন।

তিনি বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজীর দেউরী মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপির বর্নাঢ্য র‌্যালী পূর্ব সমাবেশে এসব কথা বলেন।

র‌্যালীতে বিএনপির নেতাকর্মী সহ হাজার হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‌্যালীটি নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে শুরু হয়ে নুর আহমেদ সড়ক, লাভলেইন, জুবলি রোড হয়ে তিন ফুলের মাথায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় এসময় কেন্দ্রীয় বিএনপি’র শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে ভোরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ষোলশহর বিপ্লব উদ্যানে পুস্পমাল্য অর্পন করা হয়।

আরও পড়ুন