এসএমএসি এইচআরএস লিমিটেডের চট্টগ্রাম শাখা উদ্বোধন

ব্যবসা বাণিজ্যের মানব সম্পদ উন্নয়নে প্রযুক্তি নির্ভর সহযোগি প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রামে এসএমএসি এইচআরএস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) চট্টগাম নগরীর হোটেল আগ্রাবাদে চট্টগ্রাম শাখার কার্যক্রম উদ্বোধনীর এ আয়োজন সম্পন্ন হয়।

এসএমএসি এইচআরএস লিমিটেডের জেরীন মাহমুদ হোসেনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম চৌধুরী, এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান রুবানা হক, ইকোনমিক রিপোটার্স ফোরামের জেনারেল সেক্রেটারী এস এম রাশেদুল ইসলাম, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের উপদেষ্টা জাহিদা ইস্পাহানী।

বক্তারা বলেন, দেশের স্বনামধন্য চার্টার্ড একাউন্টেন্সি ফার্ম স্নেহাশীষ মাহমুদ এন্ড কোং সহযোগি প্রতিষ্ঠান এসএমএসি এইচআরএস লিমিটেড তাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে মানব সম্পদ ব্যবস্থাপনা, বেতন ব্যবস্থাপনা এবং তহবিল ব্যবস্থাপনা বিভাগ দ্বারা একটি সম্পূর্ণ মানব সম্পদ ব্যবস্থাপনা সমাধান সেবা দিয়ে দেশের অগ্রগতি ভূমিকা রাখবেন। তাঁরা মার্কেটে যোগ্যতা সম্পন্ন মানবসম্পদ পেশাজীবী স্বল্পতার উপর আলোকপাত করেন এবং তারা এটা বিশ্বাস করেন এসএমএসি এইচআরএস লিমিটেড, মানব সম্পদ সমাধানে প্রতিপালন নিশ্চয়তার লক্ষ্যে চট্টগ্রাম শিল্পের দিকে এগিয়ে আসবেন।

অনুষ্ঠানে যেসব অতিথীরা উপস্থিত ছিলেন তাদের সবায়কে স্নেহাশীষ বড়ুয়া এফসিএ, জেরীন মাহমুদ হোসেন, সিপিএ, এফসিএ, এবং এসএমএসি এইচআরএস লিমিটেড এর পরিচালক ও একই সাথে স্নেহাশীষ মাহমুদ এন্ড কোং, চার্টার্ড একাউন্ট্যান্টস এর পার্টনার, সুকান্ত ভট্টাচার্য এফসিএ স্বাগত জানান।

আরও পড়ুন