চট্টগ্রাম নগরীতে গাঁজা কারবারের অন্যতম হোতা মো. মহিম ওরফে মহিন (২০)কে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বুধবার (১৭ আগস্ট) গভীর রাত ৩টা ৪০ মিনিটে কোতোয়ালী থানাধীন তুলাতলী গোয়ালপাড়া বস্তি এলাকা থেকে ২ কেজি ৭৭০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গোয়ালপাড়া বস্তি এলাকায় রেলওয়ে কর্তৃক উচ্ছেদকৃত খালি জায়গায় গাঁজা কেনা-বেচার জন্য কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গভীর রাত ৩টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে ২ কেজি ৭৭০ গ্রাম গাঁজাসহ মহিমকে গ্রেপ্তার করা হয়। তবে এসময় তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আরশাদ উল্লাহ (৫০) ও মমতাজ বেগম (৪০) নামে দুইজন তার কাছে গাঁজা বিক্রি করছে বলে জানায় মহিম। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি জানান, গ্রেপ্তার হওয়া মহিমের বিরুদ্ধে ২টি, পলাতক আরশাদ উল্লাহর বিরুদ্ধে ৩টি ও মমতাজ বেগমের বিরুদ্ধে ১টি করে মাদক মামলা রয়েছে।