চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মোবাইল চোর সিন্ডিকেটের লিডার দেলোয়ার হোসেনপ্রকাশ দেলুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে চমেক হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন লক্ষীপুর জেলার কমলনগর থানার মধ্য চর মার্টিন গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ভোরে চমেক হাসপাতালে অভিযান চালিয়ে মোবাইল চোর সিন্ডিকেটের লিডার দেলোয়ার হোসেন প্রকাশ দেলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।