ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটের তিন বাস কোম্পানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ জুলাই) বিকেলে বহদ্দারহাট পুলিশ বক্সের পাশের তিন বাস কোম্পানির কাউন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহরিয়ার মোক্তার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহরিয়ার মোক্তার বলেন, চট্টগ্রাম থেকে লক্ষীপুরগামী বাসে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে এক যাত্রীর অভিযোগে অভিযান চালানো হয়। এসময় যমুনা এক্সপ্রেসকে ৫ হাজার টাকা, দি শ্যামলীর দুই কাউন্টারকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত ভাড়া আদায়কারীদের ছাড় নেই বলে জানালেন এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।