চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলার মো. জহিরুল হকের ছেলে মো. মাহাবুব মৃধা (৩৫), পটুয়াখালী জেলার দশমিনা থানার রং গোপাল দ্বীপের মৃত সোবহান গাজীর ছেলে মো. হাসান গাজী (৩৫), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বালিপাড়ার মো. গিয়াস উদ্দীনের ছেলে মো. আব্দুল গাফ্ফার প্রকাশ রুবেল (২৮) ও রাজবাড়ি জেলার রাজবাড়ি থানার আলীপুর মনু সরকারের বাড়ির মৃত মনু সরকারের ছেলে মো. শফিক সরকার (৫০)।
শুক্রবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় আয়েশার বাপের গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৪টায় আয়েশার বাপের গলি থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’