স্ত্রীর মৃত্যুতে কাউন্সিলর পুত্রের ২দিনের রিমান্ড

নগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদুল আমিনকে স্ত্রী রেহনুমা ফেরদৌসের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে ৩ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে শুনানি শেষে মঙ্গলবার (২ জুলাই) এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

এর আগে শনিবার (২ জুলাই) সকাল ১০টায় ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের বাসা থেকে তার পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের লাশ শোয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ বাদী হয়ে পাহাড়লী থানায় একটি মামলা দায়ের করেন।

রেহনুমার পরিবারের দাবি, এটি একটি হত্যাকাণ্ড। এর আগেও শ্বশুর বাড়ির লোকজন দ্বারা নিয়মিত অত্যাচারের শিকার হয়েছে রেহনুমা। এ নিয়ে বিভিন্ন সময়ে সামাজিকভাবে বৈঠকও হয়েছে। তবে, এই দাবি মানতে নারাজ কাউন্সিলরের পরিবার। তাদের দাবি, রেহনুমা আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন