চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোড ওয়াপদা গেটের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ ৪কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে মোরশেদ নামে একজনের ঘর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিস্তল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত কিশোররা হলেন মামুন, এমরান হোসেন বাবলু, রুবেল হোসেন এবং বাদশা মিয়া।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, রাতে সৈয়দ শাহ রোড ওয়াপদা গেট এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি টুটু পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও ৫শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অস্ত্র ও মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।