চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিদেশিদের কথায় অপরাজনীতি করতে গিয়ে বিএনপি এখন খোঁড়ার দলে পরিণত হয়েছে । মাজাভাঙ্গা বিএনপি’র পক্ষে আর ওঠে দাড়ানো সম্ভব হবে না। তাদের বিদেশী প্রভুরা শেষ রক্ষা করতে পারলোনা জনগনের হাত থেকে।
রবিবার (৫ নভেম্বর) বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁন্দগাও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এসব কথা বলেন।
এসময় মেয়র আরো বলেন, বিদেশিদের কথায় নাচতে নাচতে বিএনপি এখন খোঁড়ার দলে পরিণত হয়েছে। এই জন্য তারা এখন সমাবেশ ডাকলেও ব্যর্থ হচ্ছে, হরতাল ডাকলেও ব্যর্থ হচ্ছে, অবরোধ ডাকলেও ব্যর্থ হচ্ছে।
ওয়ার্ড কাউন্সিলর মো: এসরারুল হকের সভাপতিত্বে মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আনোয়ার, সাবেক ছাত্রলীগ নেতা রুক্সী, মো: ইলিয়াছ উদ্দীন, মঈন উদ্দীন ফরহাদ, মেসবাহ উদ্দীনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুবলীগ সংগঠক মাহফুজুর রহমান মানিক সমাবেশে সঞ্চালনা করেন।