গণহত্যা দিবসে চসিক মেয়রের পুষ্পস্তবক অর্পণ

চট্টগ্রামের বধ্যভূমি সম্প্রসারণের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী।

সোমবার গণহত্যা দিবস উপলক্ষে পাহাড়তলী বধ্যভূমিতে শহীদদের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের মেয়র জানান, হীনস্বার্থে ভূমিখেকোরা জায়গা দখল করতে করতে পাহাড়তলী বধ্যভূমিকে সংকুচিত করে ফেলেছে, যা মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে ব্যথিত করে। এজন্য বধ্যভূমি স¤প্রসারণের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে, বধ্যভূমির ডিজাইন ও এস্টিমেশন সম্পন্ন হয়েছে। শীঘ্রই বধ্যভূমি পুন:নির্মাণের কাজ শুরু হবে।

এসময় মেয়র বধ্যভূমি প্রদর্শন করেন এবং বধ্যভূমির উন্নয়নে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। সিটি মেয়রের সাথে আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন