চট্টগ্রামে বিপুল পরিমাণ জালনোট সহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে নগরীর বায়েজিদ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৮০ হাজার টাকার সমপরিমাণ জালনোট জব্দ করা হয়। আটক দিদারুল আলম (৫০) নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকার বজল আহম্মদের পুত্র।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, রবিবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে জালনোটসহ দিদারকে গ্রেপ্তার করা হয়। সে পেশাদার জালনোট কারবারি। চক্রের অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।