সাংবাদিক হেলাল চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রবীণ সদস্য, যায়যায়দিনের ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) কক্সবাজারে একটি অনুষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে তিনি সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭৪ সালে সাংবাদিকতা পেশা শুরু করেন হেলাল উদ্দিন চৌধুরী। তিনি দৈনিক গণকণ্ঠ, দৈনিক আজাদী, দৈনিক সমকালে কাজ করেছেন। তিনি দৈনিক আজাদীর চিফ রিপোর্টার ও সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ দৈনিক যায়যায়দিন এর চট্টগ্রাম ব্যুরো চিফ হিসাবে কর্মরত ছিলেন।

তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দৈনিক আজাদী ইউনিট প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে গণমাধ্যম সংশ্লিষ্টরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন