বাংলাদেশে ছোড়া মিয়ানমারের মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী
নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া দুটি মটার সেলের মধ্যে একটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট।
রবিবার রাতে রামু সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন থেকে বোম ডিসপোজাল ইউনিটের ১০ জন সদস্য তুমব্রু উত্তর পাড়ার সীমান্ত এলাকায় গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে একটি সেল নিষ্ক্রিয় করে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার আরও একটি সেল নিষ্ক্রিয় করবে ডিসপোজাল ইউনিট।
রবিবার দুপুর আড়াইটার দিকে মিয়ানমার সেনাবাহিনীর ছোঁড়া দুটি অবিস্ফোরিত মটার সেল তুমব্রু সীমান্তের উত্তর পাড়ায় এসে পড়লে সেখানে লোকজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপত্তার কারণে সেখান থেকে অনেক লোকদের সরিয়ে নেওয়া হয়। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। খবর পেয়ে রবিবার রাতে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা একটি সেল নিষ্ক্রিয় করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন নিরাপত্তা নিশ্চিত করে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা একটি সেল নিষ্ক্রিয় করে। বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন সীমান্তে যাতে লোকজন যাতায়াত না করে এ বিষয়ে পুলিশ সবাইকে সতর্ক করছে। তবে এখনো পর্যন্ত কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২ সপ্তাহ ধরে মিয়ানমার সীমান্তে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিজিপির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। রবিবার সংঘর্ষ চলাকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে দুটি মর্টার সেল এসে পরে। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে। বর্তমানে এ ঘটনার পর বান্দরবান সীমান্তে লোকজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত বিজিবির পক্ষ থেকে মিয়ানমারকে এসব বিষয়ে প্রতিবাদ জানিয়ে কোন পত্র দেয়নি বলে জানা গেছে।
বাংলাদেশে মর্টারশেল নিক্ষেপ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী – CTG SANGBAD24