পেকুয়ার সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

কক্সবাজারের পেকুয়ার সাংবাদিকদের সাথে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

২৩ জুলাই বেলা ১১ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং (২৩-২৯ জুলাই) মৎস্য সম্পদ উৎপাদন ও সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত করণের জন্য এ বিনিময় সভা।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন মৎস্য উৎপাদন, সংরক্ষণ, মৎস্য আইন, মৎস্যজীবি ও চাষীদের সরকারিভাবে সহায়তা সহ সার্বিক বিষয়ে অবহিত করা।

এছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় কর্তৃক জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদযাপন উপজেলা কমিটি ৭দিন ব্যাপী নানান কর্মসূচী গ্রহণ করেছেন।

কর্মসূচীতে রয়েছে ২৩ জুলাই সংবাদ সম্মেলন ও মাইকিং, ২৪ জুলাই র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মৎস্য পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্ত করণ, প্রমাণ্য চিত্র প্রদর্শন ইত্যাদি, ২৫ জুলাই প্রান্তিক মৎস্য চাষী ও মৎস্য জীবীদের সাথে মতবিনিময়, ২৬শে জুলাই অবৈধ জালের বিরুদ্ধে অভিযান/ মোবাইল কোর্ট পরিচালনা, ২৭ শে জুলাই মৎস্যজীবীদের পরামর্শ ও সেবা প্রদান, পুকুর ও পানি পরীক্ষা, ২৮ শে জুলাই সুফল ভোগীদের প্রশিক্ষণ, ২৯শে জুলাই মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান। মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন। এসময় উপস্থিত ছিলেন কর্মরত সাংবাদিক বৃন্দ, মেরিন ফিসারিজ অফিসার শাহাদাত হোসাইন প্রমুখ।

আরও পড়ুন