কক্সবাজারের পেকুয়ার সাংবাদিকদের সাথে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
২৩ জুলাই বেলা ১১ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং (২৩-২৯ জুলাই) মৎস্য সম্পদ উৎপাদন ও সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত করণের জন্য এ বিনিময় সভা।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন মৎস্য উৎপাদন, সংরক্ষণ, মৎস্য আইন, মৎস্যজীবি ও চাষীদের সরকারিভাবে সহায়তা সহ সার্বিক বিষয়ে অবহিত করা।
এছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় কর্তৃক জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদযাপন উপজেলা কমিটি ৭দিন ব্যাপী নানান কর্মসূচী গ্রহণ করেছেন।
কর্মসূচীতে রয়েছে ২৩ জুলাই সংবাদ সম্মেলন ও মাইকিং, ২৪ জুলাই র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মৎস্য পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্ত করণ, প্রমাণ্য চিত্র প্রদর্শন ইত্যাদি, ২৫ জুলাই প্রান্তিক মৎস্য চাষী ও মৎস্য জীবীদের সাথে মতবিনিময়, ২৬শে জুলাই অবৈধ জালের বিরুদ্ধে অভিযান/ মোবাইল কোর্ট পরিচালনা, ২৭ শে জুলাই মৎস্যজীবীদের পরামর্শ ও সেবা প্রদান, পুকুর ও পানি পরীক্ষা, ২৮ শে জুলাই সুফল ভোগীদের প্রশিক্ষণ, ২৯শে জুলাই মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান। মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন। এসময় উপস্থিত ছিলেন কর্মরত সাংবাদিক বৃন্দ, মেরিন ফিসারিজ অফিসার শাহাদাত হোসাইন প্রমুখ।