ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার রাশিয়া ছাড়ছেন পুতিন

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়া ছাড়ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুতিন চলতি সপ্তাহে মধ্য এশিয়ার দুটি ছোট সাবেক সোভিয়েত দেশে যাবেনবরে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন রসিয়া ওয়ানের ক্রেমলিন সংবাদদাতা পাভেল জারুবিন জানান, ভ্লাদিমির পুতিন তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান সফর করবেন এবং তারপর মস্কোতে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দেখা করবেন।

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে, পুতিন দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাখমনের সঙ্গে দেখা করবেন। তিনি একজন ঘনিষ্ঠ রুশ মিত্র হিসেবে পরিচিত। সাবেক সোভিয়েত রাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ মেয়াদি শাসকও তিনি।

এরপর পুতিন তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে আজারবাইজান, কাজাখস্তান, ইরান ও তুর্কমেনিস্তানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ এবং কাস্পিয়ান দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে জারুবিন জানিয়েছেন।

রাশিয়ার বাইরে পুতিনের শেষ সফর ছিল ফেব্রুয়ারির শুরুতে বেইজিংয়ে। যেখানে তিনি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে একটি ‘সীমাহীন’ বন্ধুত্বের চুক্তি করেছিলেন।

আরও পড়ুন