ধর্মীয় ভাবগাম্ভীর্য আর যথাযোগ্য মর্যাদায় শনিবার (৯ জুলাইয়) সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আজহা।
সৌদির বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঈদুল আজহা উপলক্ষ্যে মুসলিম দেশগুলোর নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তারা মুসলিম উম্মাহর সুখী প্রত্যাবর্তন কামনা করেছেন।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ঈদুল আজহা উপলক্ষে আরব ও ইসলামিক দেশের বাদশাহ, প্রেসিডেন্ট এবং আমিরদের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।