প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে সাংবাদিকদের সাথে পিআইডি’র মতবিনিময়

প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ শুধু বাংলাদেশের নয়, এসডিজির সাথে সর্ম্পকিত বলে বিশ্বময় প্রশংসিত হয়েছে। দেশের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রীর একান্ত ভাবনার প্রতিফলন ১০ উদ্যোগ দেশের জীবন-মানে যেমন ইতিবাচক পরিবর্তন ঘটিয়েছে তেমনি বিশ্ব বিপর্যয়েও বাংলাদেশ স্বহিমায় নিজের স্বাতন্ত্র অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিসে প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ ব্রান্ডিং নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা এই ১০ উদ্যোগের ফলে দেশের উন্নয়নের সমবন্টন নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রান্তিক মানুষের কাছে পৌঁছেছে উন্নয়নের সুফল।

তিনি আরও বলেন, উন্নয়নের সুফল জনগণের দুয়ারে পৌঁছানো, ন্যায্য বন্টন এবং জনগণকে উন্নয়ন কর্মকান্ড সর্ম্পকে অবহিত করতে গণমাধ্যমের বিকল্প নেই। ইউক্রেন যুদ্ধ ও করোনায় বিশ্বময় নেতিবাচক প্রভাবের মধ্যে দেশের উন্নয়ন অগ্রগতি সচল রাখার যে ক্যারিশমা প্রধানমন্ত্রী দেখিয়েছেন তা সত্যিই বিরল।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা মারুফা ইমার সঞ্চালনায় ও চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তর ঢাকার সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার খালেদা আক্তার, সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার মোঃ আবদুল জলিল।

তথ্য অধিদপ্তর (পিআইডি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এবং চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরান তেলওয়াত করেন মোঃ সাজ্জাদ হোসন। এতে চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা, কর্মচারী এবং চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন