ছেলের গুলিতে মা খুন
চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়ীতে ছেলের গুলিতে খুন হয়েছেন জেসমিন আক্তার (৬০) নামে এক নারী। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত জেসমিন সম্প্রতি প্রয়াত জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টারের স্ত্রী। তিনি নিজের ঔরসজাত সন্তান মোহাম্মদ মাইনুদ্দীনের গুলিতে নিহত হন।
জানা গেছে, পিতার মৃত্যুর পর জায়গা ও ব্যাংক একাউন্টের টাকা নিজের নামে করে নেওয়ার বিষয়ে মায়ের সাথে বাকবিতণ্ডা হয় মাইনুদ্দীন মোহাম্মদ মাঈনুরের। এক পর্যায়ে মা জেসমিন আক্তারের মাথায় গুলি করে পালিয়ে যায় মাইনুদ্দীন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। চমেক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি বলেন, পটিয়া পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের সবজাপাড়ায় ছেলে মাঈনুদ্দীনের গুলিতে নিহত হয়েছেন মা জেসমিন আক্তার। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ রাউন্ড গুলি ও একটি এয়ার গান উদ্ধার করা হয়েছে। তবে মাঈনুদ্দীন পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।